তরুণ ও শিক্ষা—ইসলামের আলোকে এক বাস্তব চিত্র

তরুণ ও শিক্ষা: ইসলামের আলোকে নতুন প্রজন্মের যাত্রা

আপনি যদি চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে যান, দেখবেন—ছাত্র-শিক্ষকরা দিন-রাত জ্ঞানচর্চা ও গবেষণায় মগ্ন। ফালতু আলাপ, উদ্দেশ্যহীন সময় নষ্ট—এসবের কোনো স্থান নেই সেখানে।

জাপানের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে অবাক হবেন—শিক্ষকদের অফিসের বাতি সকাল সাতটায় জ্বলে ওঠে এবং অনেক সময় রাত দশটা পর্যন্ত নিভে না। তাদের লক্ষ্য একটাই—গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থীর উন্নতি।

সেখানে রাজনীতির পোস্টার নেই, দলীয় নেতার আধিপত্য নেই, ছাত্র সংগঠনের নামে ভয়-ভীতি নেই। সবাই স্বাধীনভাবে পড়াশোনা করছে, নতুন কিছু তৈরি করছে, উদ্ভাবন করছে। কারণ বিশ্ববিদ্যালয় সেখানে একটি জাতির সম্পদ—কোনো দলের রাজনৈতিক হাতিয়ার নয়।

ইউরোপের দেশগুলো—জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স—বিশ্ব কাঁপানো আবিষ্কার ও উদ্ভাবনের কেন্দ্র। সেখানে ২২-২৩ বছর বয়সেই তরুণরা পিএইচডি শুরু করে, চোখে স্বপ্ন, মনে দৃঢ়তা।

কিন্তু আমাদের দেশের বাস্তবতা?

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই বয়সের তরুণরা দিনের পর দিন দলীয় রাজনীতিতে নিমগ্ন—এক দল অন্য দলকে হটায়, সময় নষ্ট করে, পড়াশোনা ও গবেষণা দূরে সরিয়ে দেয়। শিক্ষকও অনেক সময় রাজনৈতিক বিভাজনে জড়িয়ে পড়ে। এমন কু-সংস্কৃতি পৃথিবীর আর কোথাও নেই—আফ্রিকার দারিদ্রপীড়িত দেশগুলোতেও নয়!

আমেরিকার তরুণরা রোবটিক্স, নতুন ওষুধ উদ্ভাবন, মহাকাশ গবেষণা, মেশিন লার্নিং ও হাজারো নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। ২৫-২৬ বছর বয়সে তারা উদ্যোক্তা হয়ে যাচ্ছে, লাখো স্টার্টআপ চালু করছে। তাদের কাছে ‘অসম্ভব’ শব্দ নেই—যা শিখতে হয়, তারা শিখে।

প্রশ্ন হলো—আমরা কি কখনো এ পথে হাঁটব না?

আমরা কি কেবল নিজেদের ব্যর্থতাকে অন্যের ষড়যন্ত্র বলে আড়াল করতেই জীবন কাটাবো?

ভারতের দিকে তাকান—তারা ২৩টি বিশ্বমানের IIT গড়ে তুলেছে। অথচ আমরা ২০২৫ সালে দাঁড়িয়ে একটিও তৈরি করতে পারিনি।

দুনিয়ার প্রতিটি দেশ তাদের তরুণদের জ্ঞান, দক্ষতা ও গবেষণায় কাজে লাগিয়ে নেতৃত্বের আসনে বসায়। আর আমরা আমাদের তরুণদের দলীয় দাসত্বে বন্দি করে রাখি—চিন্তায়, মগজে ও কর্মে।

ইসলাম আমাদের শিখিয়েছে—"যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।"

তাহলে কেন আমরা এই জ্ঞানের পথে হাঁটব না? কেন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রকৃত জ্ঞান ও গবেষণার আসরে পরিণত করব না?

সময় এসেছে—আমাদের শিক্ষা ও গবেষণাকে রাজনীতি থেকে মুক্ত করে, কোরআন-সুন্নাহর আলোকে নতুন জ্ঞান ও উদ্ভাবনের পথে এগিয়ে যাওয়ার।

বিনি আমিন রেজা আত্তারী